ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মুসল্লিদের জন্য খুলছে মসজিদে নববীর দুয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
মুসল্লিদের জন্য খুলছে মসজিদে নববীর দুয়ার

মুসল্লিদের জন্য মসজিদে নববী রোববার (৩১ মে) খুলে দেওয়া হবে।

শনিবার (৩০ মে) সৌদি সরকারের এ সিদ্ধান্তের কথা জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, মক্কা ছাড়া দেশের সব মসজিদ রোববার (৩১ মে) থেকে খুলে দেওয়া হবে।

কোভিড-১৯ মহামারির কারণে আরোপিত বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তের অংশ হিসেবে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল আজিজ আল শেখ বলেন, আমরা দেখেছি, মসজিদগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আমরা বর্তমানে খুব ভালো অবস্থানে রয়েছি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ৩০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।