ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সংক্রমণ বাড়ায় ফের দ. কোরিয়ার ২ শতাধিক স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ২৯, ২০২০
সংক্রমণ বাড়ায় ফের দ. কোরিয়ার ২ শতাধিক স্কুল বন্ধ

ঢাকা: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ায় খুলে দেওয়া ২০০টির বেশি স্কুল আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে আবারও দুই সপ্তাহের জন্য দক্ষিণ কোরিয়ায় সামাজিক দূরত্ব কড়াকড়িভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন করে করোনা আক্রান্তদের অধিকাংশই বুচিয়ন শহরের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কর্মী।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।