bangla news

করাচিতে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২২ ৪:৫০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি প্লেন করাচি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে ১০৭ জন যাত্রী এবং ক্রু ছিল।

লাহোর থেকে আসা এ৩২০ প্লেনটি করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

শুক্রবার (২২ মে) ডিডব্লিউ নিউজ জানায়, অ্যাভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখর বলেন, ‘প্লেনটি করাচিতে বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে ৯৯ জন যাত্রী ও আটজন ক্রু রয়েছেন। তবে আমরা এটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’

এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। ইতোমধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ২২, ২০২০
এফএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-22 16:50:49