ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫২৪২ জন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২০
করোনা: ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫২৪২ জন শনাক্ত ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ভারতে ৫ হাজার ২৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বাধিক। এতে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ৯৬ হাজার ১৬৯ এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ২৯ জন।

সোমবার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ সোমবার থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানোর সরকারি ঘোষণার দিনেই সংক্রমণ এক লাফে অনেকটা বাড়লো।

তবে অঞ্চলভেদে সংক্রমণের হারের ওপর ভিত্তি করে বিধিনিষেধ শিথিলের ক্ষমতা রয়েছে রাজ্যগুলোর।

শনাক্ত রোগীদের বেশিরভাগই মহারাষ্ট্রে, যা ৩৩ হাজারেরও বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪৭ জন। মহারাষ্ট্রের পরই গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লির অবস্থান।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ৩৮ দশমিক ২৯ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৮২৪ জন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।