ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে বাস নদীতে ডুবে নিহত ১৭, নিখোঁজ ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
ভারতে বাস নদীতে ডুবে নিহত ১৭, নিখোঁজ ৩৫

ভুপাল: ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী একটি বাস নদীতে ডুবে গেলে কমপক্ষে ১৭ যাত্রী প্রাণ হারিয়েছেন ও আরো ৩৫ জনের সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বন্যায় ডুবে যাওয়া একটি সেতু পার হতে গিয়ে বাসটি নদীতে পড়ে যায়।



মধ্য প্রদেশ রাজ্যের পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, “উদ্ধার তৎপরতা চলছে। এ ছাড়া আমাদের বিশেষ দল ভেসে যাওয়া যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ”

তিনি বলেন,“বাসে কতজন যাত্রী ছিলেন, তা আমরা জানি না। তবে ধারণা করছি, বাসটিতে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভুপাল থেকে ১শ কিলোমিটার দূরে দেভাস জেলায় বাগদি নদীর সেতু পার হতে গিয়ে বাসটি পানিতে ডুবে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বের ভেতরে ভারতে সবচাইতে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। অধিক গতিতে ও ইচ্ছামতো গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী বোঝাই ও ঠিকমতো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০
এবি





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।