ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘ইতালির পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসেনি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ৫, ২০২০
‘ইতালির পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসেনি’ ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেছেন, ‘করোনা ভাইরাস মহামারিতে চীন ও রাশিয়ার কাছ থেকে জরুরি সাহায্য পাওয়ার পর ইতালির পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসেনি।’

মঙ্গলবার (৫ মে) এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় কোন্তে বলেন, ‘সহায়তা পাওয়ার ভৌগলিক রাজনীতির পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি ইতালির পররাষ্ট্রনীতি গতকাল যা ছিল, আজও তাই আছে।

সোমবার (৪ মে) এসপার বলেন, ‘ইউরোপে নিজেদের স্বার্থ রক্ষায় এবং ন্যাটো ও ইউরোপের মধ্যে বিভাজন তৈরি করতে ভাইরাস প্রাদুর্ভাবের সুযোগ নিচ্ছে রাশিয়া ও চীন। ’

ইউরোপে করোনা ভাইরাস মহামারির কেন্দ্র ছিল ইতালি। তখন দেশটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাশিয়া ও চীন। তারা ইতালিতে চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম ও মাস্ক পাঠায়।

জনগণ ও মিত্রদেশগুলোর সঙ্গে স্বচ্ছতা বজায় রেখেই এসব সহায়তা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন কোন্তে।

পরে আলাদা একটি সাক্ষাৎকারে ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করি কিন্তু আমাদের নিরাপত্তার ভিত্তি হলো ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। ’

চীন ও রাশিয়া ছাড়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকেও সাহায্য পেয়েছে ইতালি এবং এতে দেশটির পররাষ্ট্রনীতির কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ