ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মক্কা ব্যতীত সব অঞ্চলে কারফিউ আংশিক তুলে দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
মক্কা ব্যতীত সব অঞ্চলে কারফিউ আংশিক তুলে দিলো সৌদি আরব করোনা ভাইরাস প্রতিরোধে কারফিউ জারি করায় ফাঁকা হয়ে গেছে মক্কা নগরী। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারফিউ জারি রয়েছে সৌদি আরবে। তবে বর্তমানে মক্কা নগরী ব্যতীত অন্য সব অঞ্চলে কারফিউ আংশিকভাবে তুলে নিয়েছে দেশটি।

রোববার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সৌদি প্রেস এজেন্সির কর্মকর্তারা জানান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মক্কা ব্যতীত দেশটির অন্য সব অঞ্চলে কারফিউ আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা শিথিল থাকবে কারফিউ।  সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কিছু অর্থনৈতিক কার্যক্রম চালুর নির্দেশও দেওয়া হয়েছে।

মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় দিনের ২৪ ঘণ্টাই কারফিউ জারি থাকবে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে শনাক্ত ১৬ হাজার ২৯৯ জন কোভিড-১৯ রোগীর এক চতুর্থাংশই মক্কার। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ