ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের মিছিল, ২৪ ঘণ্টায় আরও ১৭৮৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
যুক্তরাষ্ট্রে বাড়ছে মৃতের মিছিল, ২৪ ঘণ্টায় আরও ১৭৮৩ মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেক এ তথ্য জানা যায়।  

স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স তাদের পরিসংখ্যানে জানায়, শেষ ২৪ ঘণ্টায় ১হাজার ৭৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৮ জনে।

 

ইতালির পর এটিই কোনো দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।  

এর আগের দিন যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ৯৭৩ জনের মৃত্যু হয়। সেই তুলনায় শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের ভর্তির সংখ্যাও তুলনামূলক কিছুটা কম।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।