ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিবিড় পর্যবেক্ষণে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বুধবার (৮ এপ্রিল) বরিস জনসনের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিস জনসন বর্তমানে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার চতুর্থ দিনে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বর্তামানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এদিকে, যুক্তরাজ্যে বিভিন্ন হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে যুক্তরাজ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৫ জনে।

বুধবার যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব হেলথের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মেট্রো এ তথ্য জানায়।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ডিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad