ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্যসংস্থা খুব চীনকেন্দ্রিক: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
বিশ্ব স্বাস্থ্যসংস্থা খুব চীনকেন্দ্রিক: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্যসংস্থার বিরুদ্ধে খুব বেশি চীনকেন্দ্রিক হওয়ার অভিযোগ তুলেছেন। সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের বরাদ্দ বন্ধের হুমকিও দিয়েছেন তিনি।

বুধবার (০৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও) সত্যিই ভুল করেছে।

তাদের বিশাল বরাদ্দ যুক্তরাষ্ট্র থেকে এলেও কোনো এক কারণে তারা খুব চীনকেন্দ্রিক। বিষয়টি আমরা খুব ভালো করে খতিয়ে দেখবো। চীনের জন্য সীমান্ত খোলা রাখার যে পরামর্শ তারা আগে দিয়েছিল, সৌভাগ্যবশত আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। তারা কেন আমাদের এমন ভুল পরামর্শ দিলো?’

মঙ্গলবার (০৭ এপ্রিল) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনেও এ সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তারা ভুল করেছে। তারা সত্যিই ভুল করেছে। ডব্লিউএইচওর আর্থিক বরাদ্দ আমরা স্থগিত করতে যাচ্ছি। খুব শক্তিশালীভাবেই আমরা সেটি স্থগিত করতে যাচ্ছি এবং দেখছি কী হয়। ’

এদিকে সংস্থাটির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘের মুখপাত্র স্তেফানে দুজারিক।

তিনি বলেন, ‘মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এটি স্পষ্ট যে, মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসাসের নেতৃত্বে কোভিড নিয়ে অসাধারণ কাজ করেছে ডব্লিউএইচও। কোটি কোটি সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশকে সহযোগিতা করার জন্য। তাদের প্রশিক্ষণে সাহায্য ও বিশ্বজুড়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। ’

তবে ট্রাম্পের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি ডব্লিউএইচও।

এর আগেও ডব্লিউএইচওর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীনের ভুল তথ্যের ওপর নির্ভর করছে তারা।

৩১ জানুয়ারি ভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও সব দেশের সীমান্ত খোলা রাখার উপদেশ দেয় বিশ্ব স্বাস্থ্যসংস্থা। তবে তারা এটিও বলে, নাগরিকদের সুরক্ষার জন্য দেশগুলোর যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে। সেদিনই চীন থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।