ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দিল্লীতে তাবলিগে অংশ নেওয়া ৩ বাংলাদেশি করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
দিল্লীতে তাবলিগে অংশ নেওয়া ৩ বাংলাদেশি করোনা আক্রান্ত

ভারতের রাজধানী দিল্লীর নিজামউদ্দিন মারকাজে অনুষ্ঠিত তাবলিগ জামাতে অংশ নেওয়া ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল এলাকার একটি গ্রামে ওই ৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তাতে তাদের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ব্রাহাম দীপ সিন্ধুর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, করোনা ভাইরাস পরীক্ষায় ভারতে অবস্থান করা ৩ বাংলাদেশী নাগরিকের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।