bangla news

২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৪ ১১:৩৫:৪৯ পিএম
.

.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২০ জনের।

দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৭০ হাজার মানুষ।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ। ফলে মহাদেশটির ইতালি, ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। 

এ পর্যন্ত স্পেনে মৃত্যু হয়েছে ২ হাজার ৮০০ জনের। ফ্রান্সে প্রাণ গেছে  ৮৬০ জনের।

এদিকে কভিড-১৯ রোগে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজারে। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫০ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষ।

 

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০ 
এইচএডি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-24 23:35:49