ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে ২৪ ঘণ্টায় আরো ১৪৯ মৃত্যু, বিশ্বজুড়ে ১০৪৫৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
ইরানে ২৪ ঘণ্টায় আরো ১৪৯ মৃত্যু, বিশ্বজুড়ে ১০৪৫৬

ইরানে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৩ জনে। এর আগে বৃহস্পতিবারও (১৯ মার্চ) দেশটিতে সর্বোচ্চ ১৪৯ জন মারা যান।

শুক্রবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছেন ইরানের স্বাস্থ্য উপ-মন্ত্রী আলীরেজা রাইসি।  

দেশটির স্বাস্থ্য উপ-মন্ত্রীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১২৩৭ জন।

আর মোট আক্রান্তের সংখ্যা ১৯৬৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৭৪৫ জন।

ওয়াল্ডো মিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০৪০১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২৮ জনের। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২৯৪ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯০ হাজার। সাড়ে ৭ হাজার জন আশঙ্কাজনক অবস্থায়। মোট মৃত্যু ১০৪৫৬ জন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।