bangla news

ভারতের ৩ রাজনীতিক কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২০ ৭:২৬:১৯ পিএম
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ছবি: সংগৃহীত

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী কণিকা কাপুর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন কয়েকজন রাজনীতিবিদ।

সম্প্রতি লক্ষনৌতে এক নৈশভোজে যোগ দেন কণিকা যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও তার ছেলে সংসদ সদস্য দুষ্মন্ত সিং। তারপরই কণিকা তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানোয় বসুন্ধরা ও তার ছেলে দুষ্মন্ত হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেন।

যদিও পরীক্ষা দেখা গেছে, তারা দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত নন, তবুও তাদের আতঙ্ক কাটেনি। নৈশভোজে উপস্থিত আরেক রাজনীতিবিদও কোয়ারেন্টিনে রয়েছেন। ওই নৈশভোজে মন্ত্রী, আমলাসহ প্রায় দুশ’ মানুষ ছিলেন বলে দাবি করা হচ্ছে।

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৬। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এফএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ভারত করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-20 19:26:19