bangla news

করোনা: শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত, কারফিউ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২০ ১:০৮:২৯ পিএম
কলম্বোর একটি রেলস্টেশনে জীবাণুনাশে কাজ করছে সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

কলম্বোর একটি রেলস্টেশনে জীবাণুনাশে কাজ করছে সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

দেশে ক্রমে বাড়তে থাকা করোনা সংক্রমণের মুখে আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন স্থগিত করেছে শ্রীলঙ্কা। শুধু তাই নয়, এ পরিস্থিতিতে শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী কারফিউও জারি করেছে দ্বীপরাষ্ট্রটি।  

শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  
 
খবরে বলা হয়, আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্রুত হওয়ায় একদিন আগে নির্বাচন কমিশনার আসন্ন ওই নির্বাচন স্থগিত করেন।
  
গত ৩ দিনেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই গুণ বেড়েছে। বর্তমানে তা প্রায় ৭০ জন। 
  
সরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ইতালির চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। 

ইতালি ও শ্রীলঙ্কার স্থানীয় সংক্রমণের প্রথম ৭ দিনের গ্রাফের তুলনা টেনে এ আশঙ্কা জানায় তারা। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে আগ্রাসী পদক্ষেপ নিতে হবে বলে তাদের মত।   

এদিকে শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের ব্যাপারেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  দ্রুতগতিতে কঠোর ও জোরালো বিভিন্ন পদক্ষেপ না নিলে এ অঞ্চলের ভাগ্যে করুণ পরিণতি দেখা দিতে পারে। সেই পরিণতি এড়াতে ন্যুনতম সময়ও নষ্ট করা চলবে না। 

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২০  
এইচজে

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-20 13:08:29