ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাঁচলো না রাশিয়াও, করোনায় প্রথম মৃত্যু পুতিনের দেশে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, মার্চ ১৯, ২০২০
বাঁচলো না রাশিয়াও, করোনায় প্রথম মৃত্যু পুতিনের দেশে 

করোনার কবল থেকে কারও রক্ষা নেই। সংক্রমণ শুরুর পর থেকে তুলনামূলক বেশ অনেকটা সময়ই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত ছিল রাশিয়া। কিন্তু শেষমেশ  এ দেশটিতেও মৃত্যুর কালো মেঘ ছড়িয়ে দিলো এ ভাইরাস। প্রথমবারের মতো পুতিনের দেশ রাশিয়ায় কভিড-১৯ সংক্রমণের ফলে কারও মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাশিয়ায় ৭৯ বছর বয়সী ওই নারী রোগীর মৃত্যু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, বৃহস্পতিবার আগে থেকেই নানা রোগে ভোগা বৃদ্ধ ওই নারীর মৃত্যু হয়। তার নিউমোনিয়া ছিল।  

এ পর্যন্ত রাশিয়ায় মোট ১৪৭ জনের করোনা নিশ্চিত হয়েছে। এরই মাঝে দেশটিতে বিদেশিদের প্রবেশ ও ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।