ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রধান পরিবর্তন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২০
হোয়াইট হাউসের প্রধান পরিবর্তন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের সদ্যবিদায়ী প্রধান মিক মুলভানি (বামে) ও নতুন দায়িত্ব পাওয়া মার্ক মিডোও (ডানে)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রধানের পদে পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (০৭ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তার বরাত দিয়ে এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

টুইটবার্তায় ট্রাম্প জানান, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভার সদস্য মার্ক মিডোওকে তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছেন।

এর আগে দায়িত্ব পালন করা মিক মুলভানিকে উত্তর আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে জানান ট্রাম্প।

নতুন দায়িত্ব পাওয়া মার্ক মিডোও যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্য থেকে রিপাবলিকান দলের হয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভার সদস্য হিসেবে নির্বাচিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ৩৮ মাসে তিনি হোয়াইট হাউসে দায়িত্ব পাওয়া চতুর্থ প্রধান।

নতুন দায়িত্ব নিতে প্রতিনিধি পরিষদের সদস্যের পদ ছাড়ছেন মার্ক মিডোও।

এর আগে মিক মুলভানিকে ২০১৯ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের প্রধান হিসেবে নিয়োগ দেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ