ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অমিত শাহের হেলিকপ্টার নামতেই বিক্ষোভে উত্তাল কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ১, ২০২০
অমিত শাহের হেলিকপ্টার নামতেই বিক্ষোভে উত্তাল কলকাতা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

কলকাতা সফরে গেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই পৌঁছাতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তিনি।

রোববার (০১ মার্চ) বেলা ১০টা ৪০ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অমিত শাহের হেলিকপ্টার নামতেই বিক্ষোভ শুরু করেন বামপন্থি শিক্ষার্থীরা।

অমিত শাহের সফরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানো হবে বলে আগেই হুঁশিয়ারি জানিয়ে রেখেছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

সে অনুযায়ী বিমানবন্দরের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কালো বেলুন, কালো পতাকা হাতে নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন তারা। পরে ব্যারিকেড দিয়ে তাদের আটকায় পুলিশ। বামদের সঙ্গে বিক্ষোভে অংশ নেয় কংগ্রেসও।

বিক্ষোভকারীদের দাবি, দিল্লি সহিংসতার মূলে রয়েছেন অমিত শাহ। তার সঙ্গে হাত মিলিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বিরোধিতায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শুধু বিমানবন্দর নয়, অমিত শাহের সফর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করবে বলে জানিয়েছে বামপন্থিরা। সিএএ’র সমর্থনে শহীদ মিনারের সামনে সভা করবেন তিনি। তার এ সফরের বিরোধিতায় কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে বামপন্থিদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।