ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

করোনা ভাইরাস: ১০ লাখ ডলার দিচ্ছে হংকং স্টক এক্সচেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
করোনা ভাইরাস: ১০ লাখ ডলার দিচ্ছে হংকং স্টক এক্সচেঞ্জ

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহায়তা হিসেবে ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে হংকং এক্সচেঞ্জ অ্যান্ড ক্লিয়ারিং লিমিটেড (এইচকেইএক্স) নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নগদ এ সহায়তা দিচ্ছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয়।

টুইট বার্তায় বলা হয়, বিভিন্ন দাতব্য সংস্থার কাছে এ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে, সেখান থেকে তারা যাদের প্রয়োজন হবে তাদের ত্রাণের মাধ্যমে বা প্রয়োজন অনুযায়ী সহায়তা করা হবে।

তবে এ অর্থ কাদের হাতে দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।

করোনা ভাইরাসে হংকংয়ে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুইজন।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২ হাজার ৯২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ রোগে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৩ জন। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৩২ জন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।