ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বন্ধুত্বের হাত বাড়িয়ে ইরানকে আড়াই লাখ মাস্ক দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বন্ধুত্বের হাত বাড়িয়ে ইরানকে আড়াই লাখ মাস্ক দিলো চীন ছবি: সংগৃহীত

নতুন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইরানকে ২ লাখ ৫০ হাজার মাস্ক দিলো চীন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তেহরানে চীনা রাষ্ট্রদূত চ্যাং হুয়া ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ২ লাখ ৫০ হাজার মাস্ক দেন।

দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে এ সহায়তা দেয় চীন।

এর আগে চীনকে ৩০ লাখ মাস্ক দিয়ে সহায়তা করেছিল ইরান।

এদিকে গত এক সপ্তাহে ইরানে ৯৫ জন করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী ইরাজ হারিরচিও এ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।