ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে লস্কর-ই তৈয়েবার ২ সদস্য নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে লস্কর-ই তৈয়েবার ২ সদস্য নিহত 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন লস্কর-ই তৈয়েবার দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে কাশ্মীরের অনন্তনাগ জেলার সাংগাম এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, শুক্রবার ভোররাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়কালে বিজবেহারা শহরের সাংগাম এলাকায় লস্কর-ই তৈয়েবার ওই দুই সদস্য নিহত হন। এর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি লস্কর-ই তৈয়েবার স্থানীয় কমান্ডার ফোরকান।  

জম্মু-কাশ্মীর পুলিশের ইনসপেক্টর জেনারেল বিজয় কুমার জানান, সাংগামের গান্দবাবা এলাকায় লস্কর-ই তৈয়েবার সদস্যরা রয়েছে, এমন খবরের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। ভোররাতের দিকে তাদের গুলিতে লস্কর-ই তৈয়েবার দুই সদস্য নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।