ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো অ্যান্টার্কটিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো অ্যান্টার্কটিকা ছবি: সংগৃহীত

রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে অ্যান্টার্কটিকা মহাদেশে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা আগের সর্বাধিক তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তরাঞ্চল থেকে এ তাপমাত্রা পরিমাপ করা হয়।

বৃহস্পতিবার আর্জেন্টিনিয়ান রিসার্চ স্টেশনের থার্মোমিটারে তাপমাত্রা ধরা পড়ে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৫ সালের ২৪ মার্চ রেকর্ড সর্বাধিক তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার আর্জেন্টিনার আবহাওয়া সংস্থা এক টুইটে এ তথ্য প্রকাশ করে। তাদের কাছে ১৯৬১ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকার তাপমাত্রার তথ্য-উপাত্ত রয়েছে।

অ্যান্টার্কটিকার উপদ্বীপের তাপমাত্রা দ্রুত বাড়ছে। গত ৫০ বছরে তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস। ওই অঞ্চলের প্রায় সব হিমবাহ গলতে শুরু করেছে। এতে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা।

জলবায়ু বিজ্ঞানী ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের প্রফেসর জেমস রেনউইক বলেন, তাপমাত্রার এ পরিমাণ আশ্চর্যজনক। পাঁচ বছর আগেই সর্বাধিক তাপমাত্রার রেকর্ড হয়েছিল। এতো দ্রুত সেটি ভেঙে তাপমাত্রা প্রায় এক সেন্টিগ্রেড বেড়ে যাওয়ার ঘটনা এক ধরনের সতর্কবার্তা। বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত গতিতে বাড়ছে এ অঞ্চলের তাপমাত্রা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।