ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে প্লেন তিন টুকরো, আহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩০, ফেব্রুয়ারি ৬, ২০২০
রানওয়ে থেকে ছিটকে প্লেন তিন টুকরো, আহত ৫১ দুর্ঘটনা কবলিত প্লেন। ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী প্লেন। এতে প্লেনের অন্তত ৫১ যাত্রী আহত হয়েছেন।

অবতরণের সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে তিন টুকরো হয়ে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ সময় পেগাসাস এয়ারলাইন্সের প্লেনটিতে আগুন ধরে যায়।


দুর্ঘটনা কবলিত প্লেন।  ছবি: সংগৃহীতআহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলী  ইয়ারলিকায়া।

তুরস্কের পরিবহন মন্ত্রী কাহির তুরান জানিয়েছেন, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটিতে ১৭১ যাত্রী ও ৬ ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয় দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।