ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
জার্মানিতে বন্দুকধারীর হামলা, নিহত ৬

জার্মানির নুরেমবার্গের পশ্চিমের একটি ছোট শহরে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।

একইসঙ্গে বন্দুকধারীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘রট এম সি’ নামে যে শহরে বন্দুকধারী হামলা চালিয়েছে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার বাসিন্দার বসবাস। আর বন্দুকধারী একাই বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে প্রাথমিক হামলার মোটিভ জানা যায়নি। একইসঙ্গে জানা যায়নি হামলাকারীর পরিচয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।