ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সংশোধিত নাগরিকত্ব আইন চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে কেরালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
সংশোধিত নাগরিকত্ব আইন চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে কেরালা ভারতীয় সুপ্রিমকোর্ট। ছবি: সংগৃহীত

সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) কেরালার রাজ্য সরকারের বরাত দিয়ে এ সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

এর মধ্য দিয়ে ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংসদে অনুমোদনের পর প্রথম কোনো রাজ্য এ আইনকে চ্যালেঞ্জ করে ভারতীয় সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছে।

অবশ্য এর আগেই সুপ্রিমকোর্টে এ আইনকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি পিটিশন দাখিল করা হয়।

কেরালার বাম শাসিত রাজ্য সরকার তাদের পিটিশনে জানায়, সংশোধিত নাগরিক আইন ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারার লঙ্ঘন এবং একইসঙ্গে সংবিধানের ভিত্তি ‘ধর্মনিরপেক্ষতা’ মৌলিক নীতির বিরোধী।

পাশাপাশি পিটিশনে কেরালার সরকার ২০১৫ সালের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীদের ভারতে অবস্থানের বিষয়ে শিথিলতার বিষয়ে চ্যালেঞ্জ করছে।

গত ১২ ডিসেম্বর ভারতীয় লোকসভায় সদস্যদের অনুমোদনের পর আইনে পরিণত হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এ আইন অনুয়ায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনসহ অমুসলিম অভিবাসীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ