ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

হংকংয়ে নতুন শীর্ষ কর্মকর্তা নিযুক্ত করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
হংকংয়ে নতুন শীর্ষ কর্মকর্তা নিযুক্ত করলো চীন হংকং লিয়াজোঁ অফিসের ডিরেক্টর হলেন ল্যু হুইনিং। ছবি: সংগৃহীত

সাত মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে। এরই মধ্যে হংকং লিয়াজোঁ অফিসের ডিরেক্টর ওয়াং জিমিনকে সরিয়ে ওই পদের দায়িত্ব দেওয়া হলো চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ নেতা ল্যু হুইনিংকে।

শনিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

চীনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, হংকং লিয়াজোঁ অফিসের ডিরেক্টর ওয়াং জিমিনকে বদলে ল্যু হুইনিংকে ওই পদ দেওয়া হয়েছে।

হুইনিং শানশি প্রদেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা ছিলেন।

২০১৭ সাল থেকে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জিমিন। হংকং বিক্ষোভ মোকাবিলায় লিয়াজোঁ অফিসের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কারণে নভেম্বর থেকেই তাকে সরানোর কথা ভাবছিল বেইজিং। অবশেষে তাকে বদলে ওই পদে নিযুক্ত করা হলো ৬৫ বছর বয়সী হুইনিংকে। বদলির খবর ছাড়া এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

হংকং সংশ্লিষ্ট কোনো পদে এর আগে ছিলেন না হুইনিং। অবসর নেওয়ার বয়সে এসে নতুন এ দায়িত্ব পেলেন তিনি।

হংকং লিয়াজোঁ অফিস সরাসরি দায়বদ্ধ চীনা স্টেট কাউন্সিলের কাছে। হংকংয়ে বেইজিংয়ের প্রভাব বজায় রাখার কাজ করে এ অফিস।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ