ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ঢাকার ভিডিও ভারতের বলে চালালেন ইমরান খান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
ঢাকার ভিডিও ভারতের বলে চালালেন ইমরান খান!

ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে। এর ভয়াবহতা বোঝাতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে একটা ভিডিও পোস্ট করেন। কিন্তু যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন তা ভারতের নয় বাংলাদেশের। ইতোমধ্যে ইমরান খানের এ টুইট সরিয়ে নেওয়া হলেও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে টুইটারে পোস্ট করেছিলেন ইমরান খান।

ওই পোস্টে তিনি দাবি করেন, উত্তর প্রদেশে মুসলমানদের ওপর পুলিশ হামলা করেছে।

উত্তর প্রদেশ পুলিশ ইমরানের পোস্ট করা ভিডিও সম্পর্কে পাল্টা জবাব দিয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের টুইট।                                          ছবি: সংগৃহীত

উত্তর প্রদেশ পুলিশের করা এক টুইটে লেখা হয়েছে, এ ভিডিও উত্তর প্রদেশের নয়। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার ঘটনা।

টুইটার ব্যবহারকারীরা এ ভিডিও যে ভুয়া তা নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন। এরমধ্যে একজন লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভুয়া ভিডিও পোস্ট করেছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ভিডিওটি ছিল ২০১৩ সালে পুলিশের সঙ্গে ঢাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের ঘটনার।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।