ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পালা: ভারতীয় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
এবার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পালা: ভারতীয় মন্ত্রী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ছবি: সংগৃহীত

নাগরিকত্ব আইন পাসের পর এবার রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে ভারত। সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা করা হবে, প্রয়োজনে বায়োমেট্রিক কার্ডও দেওয়া হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

শুক্রবার (৩ জানুয়ারি) জম্মুতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

ভারতীয় মন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন পাস হওয়ার দিনই জম্মু-কাশ্মীরে কার্যকর হয়েছে।

এ ব্যাপারে কোনো যদি-কিন্তু নেই। সরকারের পরবর্তী পদক্ষেপ হবে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো। কারণ তারা ছয়টি ধর্মের সংখ্যালঘুদের মধ্যে পড়ে না। তারা তিন প্রতিবেশী দেশের (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান) নাগরিকও নয়। রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছে, সেখানেই ফেরত যেতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায় এনডিটিভি জানায়, দেশটির সরকারি হিসাবমতে জম্মু ও সাম্বা জেলায় রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১৩ হাজার ৭০০ বিদেশি স্থায়ী আবাস গড়েছে। ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে এ সংখ্যা আরও ছয় হাজার বেড়েছে বলে দাবি করা হয়েছে।  

পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা গিয়ে কাশ্মীরে আশ্রয় নিয়েছে জানিয়ে এ ঘটনার তদন্তেরও দাবি জানান জিতেন্দ্র সিং।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।