ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর সূর্যগ্রহণ বিলাসে বাধ সাধলো মেঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
মোদীর সূর্যগ্রহণ বিলাসে বাধ সাধলো মেঘ

ঢাকা: মেঘের কারণে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখতে পরেননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক টুইটার বার্তায় এমনটিই জানিয়েছেন তিনি।

বার্তায় মোদী বলেন, দুর্ভাগ্যবশত মেঘের কারণে সূর্যগ্রহণ দেখতে পারিনি।

তবে ইন্টারনেটে লাইভ স্ট্রিমিংয়ে সেটি দেখেছি। এছাড়া বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে অনেক কিছু জেনেছি।

বৃহস্পতিবার সূর্যগ্রহণ শুরু হয়। এদিন বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়।  সকাল ৯টা ৪ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৬ মিনিট পর্যন্ত এটি দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।