ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গ্যাবনে জলদস্যুর হামলা, নিহত ১ অপহৃত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
গ্যাবনে জলদস্যুর হামলা, নিহত ১ অপহৃত ৪

পশ্চিম আফ্রিকার গ্যাবনে জলদস্যুদের হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া জলদস্যুরা চারজন নাবিককে অপহরণ করেছে।

রোববার (২২ ডিসেম্বর) গ্যাবন সরকারের মুখপাত্র এডগার্ড অ্যানিসেট এমবুমবু মিয়াকুর বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তিনি জানান, জলদস্যুরা শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী লিবারভিলের বন্দরে নোঙ্গর করা চারটি জাহাজে আক্রমণ করে।

এসময় তারা গ্যাবনের নাগরিক এক জাহাজের ক্যাপ্টেনকে হত্যা ও চার চীনা নাবিককে অপহরণ করে।  

আফ্রিকার গিনি উপসাগরের তীরে জলদস্যুর উপদ্রব সাধারণ বিষয় হলেও কোনো বন্দরে হামলার ঘটনা বিরল।

হামলাকারী জলদস্যুদের অনুসন্ধান ও উপকূলীয় নিরাপত্তা জোরদার করার জন্য গ্যাবন দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করেছে বলে জানান মিয়াকু।

সেনেগাল থেকে অ্যাঙ্গোলা পর্যন্ত গিনি উপসাগরের পাঁচ হাজার সাতশ’ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসীমা জলদস্যু উপদ্রবের নতুন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায়ই এখানে সামুদ্রিক জাহাজ আক্রমন করে লুটপাট এবং অপহরণের ঘটনা ঘটছে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর মতে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জলদস্যুদের অপহরণের ৮২ শতাংশই গিনি উপসাগরে ঘটেছে।

নভেম্বরে টোগোর সমুদ্রসীমা থেকে এক তেল ট্যাংকারের চার নাবিককে অপহরণ করে জলদস্যুরা। এছাড়া বেনিনের সমুদ্রসীমা থেকে নয় ফিলিপিনো নাবিককে অপহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।