ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে খনিতে বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
চীনে খনিতে বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি খনিতে বিস্ফোরণে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের এনলং কাউন্টির গুয়াংলং কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেসময় খনিতে কাজ করছিলেন ২৩ জন শ্রমিক।

এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন এবং সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও আটকে আছেন দুইজন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এছাড়া এ ঘটনার তদন্তও করা হচ্ছে।

চীনে কয়লা খনিতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে। এর আগে নভেম্বরে দেশটির শানশি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত এবং নয়জন আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।