ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রের এক হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
চেক প্রজাতন্ত্রের এক হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৬ চেক প্রজাতন্ত্রের এক হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ৬। ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রের একটি হাসপাতালে এক বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, মঙ্গলবার মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভা শহরে অবস্থিত ‘অস্ট্রাভা ফ্যাকাল্টি হসপিটালে’ স্থানীয় সময় সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

 

এক টুইটে পুলিশ জানায়, তারা ওই বন্দুকধারীকে খুঁজছে। এছাড়া, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সন্দেহভাজনকে খুঁজে বের করতে জনসাধারণের সাহায্য চেয়েছে তারা। কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে তাদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বন’ করার আহ্বান জানায় পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।