ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
নিউজিল্যান্ডের অগ্ন্যুৎপাতে নিহত বেড়ে ১৩

ঢাকা: নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩১ জন এবং নিখোঁজ রয়েছেন পর্যটকসহ অন্তত ৪৭ জন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে উঠলে অগ্ন্যুৎপাত শুরু হয়।

এসময় শতাধিক পর্যটক ওই এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।