ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারতে সেনা ক্যাম্প থেকে রাইফেল-গুলি চুরি, জরুরি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
ভারতে সেনা ক্যাম্প থেকে রাইফেল-গুলি চুরি, জরুরি সতর্কতা সব গাড়িতে তল্লাশি করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের মধ্য প্রদেশে পাচমারি সেনা ক্যাম্প থেকে দু’টি অত্যাধুনিক রাইফেল ও অন্তত ২০ রাউন্ড গুলি চুরি করে নিয়ে গেছে ছদ্মবেশী দুর্বৃত্তরা। এরপর থেকেই ওই এলাকায় জরুরি সকর্তা জারি করা হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

হোশাংগাবাদের এসপি এমএল ছারি বলেন, আমরা জানতে পেরেছি, সকালে দুই সন্দেহভাজন ব্যক্তি সেনা কর্মকর্তা সেজে পাচমারি সেনা ক্যাম্পে প্রবেশ করে এবং দু’টি আইএনএসএএস রাইফেল চুরি করে নিয়ে যায়।

তারা কালো ট্র্যাকস্যুট ও ক্যাপ পরে এসেছিল।

দুই সন্দেহভাজন পিপারিয়া থেকে ট্যাক্সিতে করে ক্যাম্পে আসে এবং চুরি শেষে আবার পিপারিয়া রেলস্টেশনেই ফিরে যায়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা হাই অ্যালার্ট জারি করেছি। পুরো এলাকা ঘেরাও করা হয়েছে। রেলওয়ে বিভাগকেও পরিস্থিতি জানানো হয়েছে এবং সব যাত্রীদের তল্লাশি করতে বলা হয়েছে।  

যে গাড়িতে করে ছদ্মবেশী চোররা এসেছিল, সেটি জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।