bangla news

তামিলনাড়ুতে ভারী বর্ষণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০২ ১০:৩৮:৫০ এএম
তামিলনাড়ুতে ভারি বর্ষণে অনেক এলাকা প্লাবিত হয়েছে। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে ভারি বর্ষণে অনেক এলাকা প্লাবিত হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারী বর্ষণে নিহত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, সোমবার ভারী বর্ষণে তামিলনাড়ুর কইম্বাতোরে জেলার নাদুর গ্রামের তিনটি বাড়ি ধসে গেছে। এতে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলছে।

আবহাওয়া বার্তা অনুযায়ী, তামিলনাড়ু ও পুড়ুচেরি রাজ্যের কয়েকটি জেলায় প্রবল বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে সেসব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চেন্নাই, তুতিকরিন, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরম অঞ্চলে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, এ অঞ্চলগুলোর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানো হয়েছে।

বন্যা সংক্রান্ত সব সঙ্কট মোকাবিলায় রাজ্য দু’টির অগ্নি নির্বাপণ ও উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এফএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-02 10:38:50