ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

প্রকল্প দেখতে গিয়ে মৌমাছির কামড়ে দিশেহারা মন্ত্রী!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
প্রকল্প দেখতে গিয়ে মৌমাছির কামড়ে দিশেহারা মন্ত্রী! জ্যাকেটে মুখ ঢেকেছেন মন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রকল্প পরিদর্শনে গিয়ে মৌমাছির কামড় খেয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের সেচমন্ত্রী অনীল কুমার যাদব। শুধু তিনি একাই নন, এসময় মৌমাছির রোষে পড়েন মন্ত্রীর সঙ্গীরাও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) কুরনুল জেলায় সেচ প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী। সঙ্গে ছিলেন স্থানীয় এমএলএ, সেচ কর্মকর্তা ও নেতাকর্মীরা।

প্রথমে তারা তেলেগু গঙ্গা ও কেসি খাল পরিদর্শন করেন। পরে যান বনাকাচেরলা এলাকার গালেরু নগরী খালে। সেখানে মই বেয়ে উঠে প্রকল্প সরেজমিনে দেখতে চেয়েছিলেন মন্ত্রী অনীল যাদব। তখনই মৌমাছির আক্রমণের শিকার হন তিনি।

খবরে বলা হয়, মইয়ের ওপরেই মন্ত্রীকে হাত নেড়ে মৌমাছি তাড়াতে দেখা যায়। পরে নেমে এসে গায়ে থাকা জ্যাকেট খুলে মুখ ঢাকেন তিনি। এসময় তার সঙ্গীদের কয়েকজনও মৌমাছির কামড় খেয়েছেন বলে জানা গেছে।  

তাদের সবাইকে আত্মাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।