ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

হুথিদের গুলিতে সৌদি হেলিকপ্টার ‘ভূপাতিত’, ২ পাইলট নিহত   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
হুথিদের গুলিতে সৌদি হেলিকপ্টার ‘ভূপাতিত’, ২ পাইলট নিহত   

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। 

শুক্রবার (২৯ নভেম্বর) ইয়েমেন-সৌদি সীমান্তে ওই হেলিকপ্টার ভূপাতিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।


  
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। সম্পূর্ণ হেলিকপ্টার ভস্মীভূত হওয়ায় এতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।

এদিকে এ দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে সৌদি নেতৃত্বাধীন জোট কিছু জানায়নি।  

ইয়েমেন সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোট গত চার বছর ধরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হুথিরা চায় ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে শাসনভার নিজেদের নিয়ন্ত্রণে নিতে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের মিত্র বর্তমান সরকারকেই টিকিয়ে রাখতে আগ্রহী। হুথিদের ইরান সমর্থিত বলেও অভিহিত করা হয়। সব মিলিয়ে ইয়েমেনে বর্তমানে চরমভাবাপন্ন আঞ্চলিক দুই প্রতিপক্ষ ইরান ও সৌদি আরবের ছায়াযুদ্ধ চলছে বলে অনেক বিশ্লেষক মনে করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।