ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

৩ বছর নয়, পাকিস্তানি সেনাপ্রধানের মেয়াদ বাড়লো ৬ মাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
৩ বছর নয়, পাকিস্তানি সেনাপ্রধানের মেয়াদ বাড়লো ৬ মাস পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চাকরির মেয়াদ তিন বছরের বদলে ছয় মাস বাড়ালেন দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে দেশটির সেনাপ্রধানের চাকরির মেয়াদ ছয় মাস বাড়ানোর নির্দেশ দেন।

এছাড়া, সরকারকে নিশ্চিত করেন যে, ছয় মাসের মধ্যেই সংবিধানের ২৪৩ ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে তার নিয়োগের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হবে।

পাকিস্তানের সরকার জানায়, সংসদের মাধ্যমে ছয় মাসের মধ্যেই প্রয়োজনীয় আইনি সংশোধন করা হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) জেনারেল বাজওয়ারের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়, জেনারেল বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মেয়াদ শেষ হওয়ার পর থেকে এ নিয়োগ কার্যকর হওয়ার কথা ছিল।

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে যোগ করা হয়।

সুপ্রিম কোর্টের রায়ে সেটি তিন বছরের বদলে ছয় মাস বাড়ানো হলো। পরে তা আরও বাড়তে পারে।

২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জেনারেল বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।