ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

কঙ্গোর রাজধানীতে ঝটিকা বন্যায় ৩৯ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কঙ্গোর রাজধানীতে ঝটিকা বন্যায় ৩৯ জনের প্রাণহানি

আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৩৯ জনের প্রাণহানি হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, মঙ্গলবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে শহরের কিনশাসা বিশ্ববিদ্যালয়ের কাছে ভূমিধসের ঘটনা ঘটে।

এতে ইউনিভার্সিটি অ্যাভেনিউর কমপক্ষে তিনটি বাড়ি ও একটি রাস্তা গিরিখাতে ধসে পড়ে।  

কিনশাসা প্রদেশের ভাইস গর্ভনর ন্যারন এমবুঙ্গো জানান, উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। আহতদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যাপারেও কাজ করছেন উদ্ধারকর্মীরা।

গিরিখাতে ধসে পড়া একটি বাড়ির বাসিন্দা আন্দ্রে মাওয়ামবা জানান, মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়। ভোর ৬টার দিকে আমরা ঘর থেকে স্থানান্তর উপযোগী আসবাবপত্র সরিয়ে নিই। এরপরপরই ঘরটি ধসে পড়ে।

এক কোটি ২০ লাখ মানুষের শহর কিনশাসায় বন্যা কোনো অপরিচিত বিষয় না হলেও প্রাণহানির ঘটনা বিরল।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এবি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।