ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আফগানিস্তানে নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলা, নিহত ৮

আফগানিস্তানের নিরাপত্তা চৌকিতে তালেবানের হামলায় অন্তত ৮ সেনা সদস্য নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দেশটির সরকারি এক কর্মরর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ওই কর্মকর্তা দাবি করেন, এ হামলা সশস্ত্রগোষ্ঠী তালেবানের পক্ষ থেকে চালানো হয়েছে।

হামলায় ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আরও ৪ সেনা সদস্য।

দায়কুন্দি প্রদেশের গভর্নর আনওয়ার রাহমাতি বলেন, নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত হয়েছেন ৮ সেনাসদস্য। এরপর ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ৪ সেনা সদস্য আহত হয়েছেন। এর আগে প্রদেশটির খাজরানে তালেবানের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এসময় তালেবানের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছে।

এদিকে তালেবানের মুখপাত্র কারি ইউসূফ আহমাদি এ হামলার দায় স্বীকার করেছেন।

অঘোষিতভাবে আফগানিস্তানের প্রায় অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ রয়েছে সশস্ত্রগোষ্ঠী তালেবানের হাতে। তাদের নিয়ন্ত্রণের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী এবং কর্মকর্তাদের ওপর অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।