ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সান্তানদার দে কুইলিচাও শহরের একটি পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (২৩ নভেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সান্তানদার দে কুইলিচাও শহরের পুলিশ স্টেশনে কে বা কারা গাড়িবোমা পুঁতে রেখেছিল।

শুক্রবার (২২ নভেম্বর) সেটির বিস্ফোরণেই এই হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে এখনো কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

ঘটনাস্থলের ছবি ও ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে, হতাহতদের সবাই স্থানীয় নিরাপত্তা বাহনীর সদস্য।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।