ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

দিল্লি কাঁপলো শক্তিশালী ভূমিকম্পে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
দিল্লি কাঁপলো শক্তিশালী ভূমিকম্পে

ভারতের দিল্লি কেঁপেছে পাঁচ দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্পে। বৃহত্তর রাজধানী অঞ্চলটির পাশাপাশি উত্তরাখণ্ড, লক্ষ্মৌসহ উত্তর ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ কম্পন অনুভূত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়। ইন্ডিয়া টুডে বলছে, দেশটির জাতীয় রাজধানী অঞ্চল, উত্তরাখণ্ডসহ উত্তর ভারতে ভূমিকম্প হয়েছে।

এনডিটিভি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে।

সন্ধ্যায় বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট টুইটে বলেছে, কিছুক্ষণ আগে দিল্লিতে একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

তবে এ ঘটনায় অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ