ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়ায় বিমান হামলায় এক বাংলাদেশি নিহত, আহত ১৫

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
লিবিয়ায় বিমান হামলায় এক বাংলাদেশি নিহত, আহত ১৫

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। এদের মধ্যে একজনের অবস্থান আশঙ্কাজনক।

সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির দক্ষিণের ওয়াদি রাবিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম আশরাফুল ইসলাম সোমবার রাতে বাংলানিউজকে বলেন, বিস্কুট কারখানায় বিমান হামলায় একজন বাংলাদেশি  নিহত  হয়েছেন।

আহত হয়েছেন আরও  ১৫ জন বাংলাদেশি। আহতদের মধ্যে একজনের অবস্থান আশঙ্কাজনক। নিহত বাংলাদেশি নাগরিকের নাম বাবু লাল। তিনি রাজশাহী জেলার বাগমারা এলাকার বাসিন্দা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত হয়েছেন মোট ৬জন। এদের মধ্যে একজন বাংলদেশি। বাকিরা লিবিয়ার নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

গৃহযুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলির দখল নিয়ে গত এপ্রিল থেকে সংঘাত তুমুল রূপ নিয়েছে। এর মধ্যে জেনারেল খলিফা হাফতারের ঘোষিত লিবিয়ান জাতীয় সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘ সমর্থিত সরকারের লড়াই বেশি প্রাণহানি ঘটাচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিআর/এইচএ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।