ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চাপের মুখে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি মোরালেসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
চাপের মুখে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি মোরালেসের

গত মাসের ২০ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা ‘দখল’ করেন বলিভিয়ার ইভো মোরালেস। তবে, তার এ জয়কে ‘বড় ধরনের জালিয়াতি’ হিসেবে আখ্যা দিয়ে দ্বিতীয় রাউন্ড নির্বাচনের দাবি জানিয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্লোস মেসা। মেসার দাবির পক্ষে সমর্থন জানায় বহু দেশ। একইসঙ্গে নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ জানিয়েছিল অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস)। এ নিয়ে দেশটিতে চলছে আন্দোলনও। বহুমুখী চাপে জর্জর মোরালেস নত হয়ে প্রতিশ্রুতি দিলেন- ফের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে।

রোববার (১০ নভেম্বর) বলিভিয়ায় ফের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে মোরালেসের প্রতিশ্রুতির বিষয়টি জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ২০ অক্টোবর বলিভিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ জানিয়েছিল।

সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে মোরালেসের ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকার বিষয়টি ‘পরিসংখ্যানগতভাবে অসম্ভব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলিভিয়ায় দ্বিতীয় দফায় ভোট এড়াতে ন্যূনতম ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

আরও পড়ুন>> টানাহেঁচড়ার পর সড়কেই কেটে দেওয়া হলো মেয়রের চুল

ওই সংস্থার পর্যবেক্ষকরা দাবি করেছেন, তারা ভোট গণনার ক্ষেত্রে ‘স্পষ্ট জালিয়াতি’ খুঁজে পেয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি নতুন রাউন্ড প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ করে। দাবি মেনে নিয়ে মোরালেস নতুন রাউন্ড নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে, এখনো নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

এর আগে ২০ অক্টোবরের নির্বাচনে মোরালেস পেয়েছিলেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্লোস মেসা পেয়েছিলেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট।

এদিকে বলিভিয়ায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আন্দোলন। সরকারপক্ষ-বিরোধীদের মধ্যে হওয়া অসংখ্য সংঘাতে ঘটেছে প্রাণহানির ঘটনাও।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।