ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকোয় মাফিয়াদের ক্রসফায়ারে ৮ মার্কিন নাগরিক নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
মেক্সিকোয় মাফিয়াদের ক্রসফায়ারে ৮ মার্কিন নাগরিক নিহত 

মেক্সিকোর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে দুই দল মাফিয়ার ক্রসফায়ারে ৫ শিশু ও ২ মাসহ একই পরিবারের অন্তত ৮ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। 

সোমবার (৪ নভেম্বর) সোনোরা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, নিহতরা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক। যুক্তরাষ্ট্রে তাদের আবাস ছিল উটাহ অঙ্গরাজ্যে। অন্যদিকে মেক্সিকোতে তারা বাস করতেন লা মোরা অঞ্চলে। এ ঘটনার আগে তারা নিখোঁজ ছিলেন।

নিহতরা হলেন- মারিয়া রনিটা মিলার, তার ৪ সন্তান, ডনা রে ল্যাংফোর্ড, ক্রিস্টিনা মারি ল্যাংফোর্ড ও আরও এক কন্যাশিশু। পরিবারের লোকজন জানিয়েছে আরও ১২ জন নিখোঁজ রয়েছেন।  

সোমবার নিহতদের স্বজন ল্যাফে ল্যাংফোর্ড ফেসবুকে এক পোস্টে জানান, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মাসুম কয়েক শিশুসহ নিখোঁজ দুই মা মৃত্যুর শিকার হয়েছেন।  

ল্যাংফোর্ড জুনিয়র জানান, একদল মাফিয়া আরও ১২ জনকে অপহরণ করেছে। আমরা চাই নিখোঁজদের খুঁজে বের করা হোক। এ মুহূর্তে এটাই আমাদের প্রধান চাওয়া।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।