ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানির আইপিও ছাড়ছে সৌদি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানির আইপিও ছাড়ছে সৌদি 

বিশ্ব পুঁজিবাজারে এবারে বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র আইপিও ছাড়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

রোববার (৩ নভেম্বর) রিয়াদের তাদাউল স্টক একচেঞ্জে এ শেয়ার ছাড়ার ঘোষণা দেয় ‘আরামকো’। এরপরপরই বিনিয়োগকারীর সন্ধানে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করবে তারা।

সৌদি আরামকোর সিইও আমিন নাসির বলেন, আইপিও ছাড়ার মধ্য দিয়ে বিশ্বের প্রথম সারির কোম্পানি হিসেবে আমাদের আন্তর্জাতিক অবস্থান স্পষ্ট হবে।   

সাম্প্রতিক সময়ে সৌদি অর্থনীতির তেলনির্ভরতা কমাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পুঁজিবাজারে শেয়ার ছাড়ার এ উদ্যোগ তারই অংশ।  

২০১৮ সালে সৌদি সরকার আরামকোর ৫ শতাংশ ফ্লোটিং স্টক ছাড়ার ব্যাপারে প্রাথমিক আলোচনা করে। রিয়াদ এ ব্যাপারে নিউইয়র্ক বা লন্ডনের মতো আন্তর্জাতিক বাজারের সন্ধান করছে।  

আগামী কয়েক সপ্তাহেই আরামকোর শেয়ারের ব্যাপারে আন্তর্জাতিক চাহিদার ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবে। আরামকোর শেয়ারে বিনিয়োগ করা না করার ব্যাপারে এর ভূ-রাজনীতিক অবস্থানও জড়িত। সাম্প্রতিক সময়ে দেশটির একাধিক তেল স্থাপনা বিভিন্ন হামলার শিকার হয়েছে। আগামীতেও সে আশঙ্কা রয়েছে।    

তারপরও সব কিছু ছাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাজারে আরামকোর শেয়ার কেনাবেচা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad