ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করলো আইএস বাগদাদী

ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ত (আইএসআইএল অর আইএসআইএস) এর প্রধান আবু বকর আল-বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস। সেই সঙ্গে নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহীম আল-হাশিমী আল-কোরাইশির নাম ঘোষণা করলো সশস্ত্র সংগঠনটি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক অডিও বার্তার মাধ্যমে আইএসের নতুন মুখপাত্র আবু হামজা আল-কোরাইশি এ ব্যাপারটি নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার সিরিয়ার ইদলিবে মার্কিন সেনা অভিযানকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ নিহত হন জঙ্গিনেতা বাগদাদী।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন সেনাদের হামলার মুখে সুড়ঙ্গের ভেতর দৌড়ে পালান বাগদাদী, সঙ্গে তিন শিশুসন্তানকেও টেনে নিয়ে যান তিনি। তাদের মার্কিন সেনাবাহিনীর কুকুর ধাওয়া করেছিল। এসময় ভেতর থেকে অনবরত চিৎকার ও কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। একপর্যায়ে তারা এমন এক জায়গায় পৌঁছান, যেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না। সেসময় গায়ে থাকা সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটান এই আইএস নেতা।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ