bangla news

আগুনে ভস্মীভূত জাপানের ঐতিহ্যবাহী শুরি প্রাসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-৩১ ১:৪৫:২৬ পিএম
আগুনে ভস্মীভূত জাপানের ঐতিহ্যবাহী শুরি প্রাসাদ। ছবি: সংগৃহীত

আগুনে ভস্মীভূত জাপানের ঐতিহ্যবাহী শুরি প্রাসাদ। ছবি: সংগৃহীত

আগুনে ভস্মীভূত হয়ে গেছে জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান শুরি প্রাসাদ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। 

পাঁচশ’ বছর আগে রায়উকু রাজবংশ কাঠের এই প্রাসাদটি তৈরি করে। ১৯৩৩ সালে এটিকে জাপানের ঐতিহ্যবাহী সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। 

জাপানের ঐতিহ্যবাহী শুরি প্রাসাদের অক্ষত অবস্থার ছবি। (সংগৃহীত)

খবরে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরে প্রাসাদটি পুনরায় নির্মাণ করা হয়। এবারের আগুনে প্রাসাদটির মূল ভবনসহ উত্তর ও দক্ষিণের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 

সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী। 

ওকিনাওয়া পুলিশ জানায়, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

২০০০ সালে প্রাসাদটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। ওকিনাওয়ার মানুষের পরিচয়ের অংশ হয়ে গিয়েছিল এটি।

ওকিনাওয়া দ্বীপের রাজধানী নাহা শহরের মেয়র মিকিকো শিরোমা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সবরকম চেষ্টা করা হবে।

এটি ওকিনাওয়ায় কাঠের তৈরি সবচেয়ে বড় স্থাপনা। ২০২০ সালে অনুষ্ঠেয় টোকিও অলিম্পিকে মশাল বহনের সময় এই প্রাসাদটিতেও বিরতি নেওয়ার কথা ছিল। 

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এফএম/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-31 13:45:26