bangla news

বাগদাদীর আত্মঘাতী বিস্ফোরণের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-৩১ ৫:৪০:২৯ এএম
বাগদাদীর আত্মঘাতী বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

বাগদাদীর আত্মঘাতী বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

সিরিয়ায় মার্কিন সেনা অভিযানকালে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদীর আত্মঘাতী বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ভিডিওটি প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। 

এতে দেখা যায়, প্রায় ১২ জন মার্কিন সৈন্য বাগদাদীর ঘাঁটি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে ও পুরো এলাকা ঘিরে ফেলার চেষ্টা করছে। ভিডিওটিতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্র্যাঙ্ক ম্যাককেঞ্জি বলে যেতে থাকেন কীভাবে অভিযানটি দক্ষতার সাথে পরিচালনা করেছেন মার্কিন সেনারা।

বাগদাদীর ঘাঁটিতে মার্কিন সেনা অভিযান। ছবি:সংগৃহীত।

তিনি জানান, সিরিয়ায় আইএস নির্মূল অভিযানে বাগদাদীসহ জঙ্গিগোষ্ঠীটির আরও ৫ সদস্য নিহত হয়েছে। ১২ জন শিশুকে নিরাপদে উদ্ধার করেছেন সেনারা।

সবশেষে বাগদাদীর মরদেহ ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ নিয়ম মেনে সাগরে সমাহিত করা হয়েছে বলেও জানান তিনি। 

গত শনিবার (২৬ অক্টোবর) সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিবে মার্কিন সেনা অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ নিহত হন বাগদাদী।

রোববার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আনুষ্ঠানিক ঘোষণায় আইএস প্রধানের মৃত্যুর খবর জানান।
 
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
কেএসডি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-31 05:40:29