ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাশ্মীরে ২ চালককে গুলি করে হত্যা, ট্রাকে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কাশ্মীরে ২ চালককে গুলি করে হত্যা, ট্রাকে আগুন কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই ট্রাকচালককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও এক ট্রাকচালক। এসময় তাদের ট্রাকগুলোতে আগুনও ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় কেন্দ্রশাসিত অঞ্চলটির শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।  

বাণিজ্যে বিঘ্ন ঘটাতে সন্ত্রাসীরা সরব জেলাটিতে।

কেননা, ট্রাকগুলো সেখানে আপেল পরিবহনে গিয়েছিল। এছাড়া এর আগেও একই ঘটনা ঘটেছে এখানে।

সংবাদমাধ্যম বলছে, কয়েকদিন আগেও এই জেলায়ই আপেল পরিবহনে ট্রাক নিয়ে গেলে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইসঙ্গে কাশ্মীর উপত্যকায় এ ধরনের ঘটনা অল্পদিনের ব্যবধানে তিনবার ঘটেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যম।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় ফল পরিবহনে গেলে সন্ত্রাসীরা বেপরোয়া আচরণ করছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সন্ত্রাসীরা কাশ্মীরের বাইরে থেকে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাণিজ্যে বাধা সৃষ্টি করতে তারা শ্রমিকদের টার্গেটে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ